ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে 'দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য' শীর্ষক এক মনোজ্ঞ বিতর্ক সোমবার (১৭ জুলাই) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন। বিতর্কের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক এ কে এম রাশেদুল হক, প্রভাষক শিউলী পারভিন, প্রভাষক আশীষ গুহ।
বিতর্কের ফলাফলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়
চ্যাম্পিয়ন ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয় এবং শ্রেষ্ঠ
বক্তা মোহাম্মদ হানিফ নির্বাচিত হয়।
আসাদুজ্জামান কল্লোলের
সঞ্চালনায় পুরষ্কার বিতরণী সভায় প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট সহ প্রত্যেক
প্রতিযোগীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কপি ও দুর্নীতি দমন
কমিশনের এক সেট সুদৃশ্য পোস্টার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন
দুপ্রকের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ,
আমেনা খাতুন, আবু কাউসার, শুভেন্দু চক্রবর্ত্তী শুভ প্রমুখ।