নবীনগর পৌরসভার ৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

 


ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস তাঁর কার্যালয়ে সুধী সমাবেশের মধ্য দিয়ে সর্বমোট ৮১ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে  ৮১ কোটি ১৬ লাখ এবং মোট ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৫৩ লাখ টাকা ও উদ্বৃত্ত ৬৩ লাখ ৩৯ হাজার টাকা দেখানো হয়েছে।
এসময় বাজেট ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, নির্বাহী কর্মকর্তা (সচিব) বেলজুর রহমান খান, , হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এদিকে পৌরসভা প্রতিষ্ঠার ২৪ বছর পরও 'প্রথম শ্রেণি' খ্যাত নবীনগর পৌরসভার পৌর ভবনটি (২৪ বছর ধরে টিনের ছোট্ট ঘরে পৌর কার্যালয়ে কার্য চলমান আছে) এখন পর্যন্ত নির্মিত না হওয়ায়, বাজেটে উপস্থিত পৌর নাগরিকবৃন্দ এ নিয়ে চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
এবং চলমান নাগরিক সেবায় বেশ কিছু বিষয়ে অসঙ্গতি তুলে ধরে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পরে মেয়র এডভোকেট শিব শংকর দাস  তাঁর বক্তব্যে এসব সমস্যার সমাধানে দ্রুত পৌরসভার পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উপস্থিত সবাইকে আশ্বস্থ করেন।
Previous Post Next Post