নবীনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আহাম্মদপুর এ.এইচ.এস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পহেলা জুন বিকেলে  উপজেলার আহম্মদপুর এ.এইচ.এস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান বাদল।

আহাম্মদপুর এ.এইচ.এস উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বশির উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামাল,  সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও ভিপি আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গসংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়।

Previous Post Next Post