রাশিয়ায় করোনায় ৩৭ জনের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৮,৯৫৫ জন


 রাশিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ৩৭ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে আট হাজার ৯৫৫ জন।

ফেডারেল এন্টি ক্রাইসিস সেন্টার শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা তাসের।
এদিকে এর একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল আট হাজার ৯১৫ জন। মারা গিয়েছিল ৩৮ জন। দেশটিতে করোনা মহামারি শুরুর পর থেকে দুই কোটি ২৭ লাখ ছয় হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে তিন লাখ ৯৭ হাজার ৫৩৪ জন।
গত ২৪ ঘন্টায় নয় হাজার ৯৫৬ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে সুস্থ হওয়ার মোট সংখ্যা দুই কোটি ২০ লাখ ৮০ হাজার ৯৪৯ জন।
রাজধানী মস্কোতে গত ২৪ ঘন্টায় এক হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে আট জন
Previous Post Next Post