প্রকাশ্যে এলো সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার ট্রেইলার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার অ্যাকশনে ঠাসা। মাঝে মধ্যেই আসছেন পূজা হেগড়ে।
কিন্তু যাকে ট্রেলারে প্রায় খুঁজেই পাওয়া গেল না তিনি শেহনাজ গিল। সালমানের ছবিতে বড় পর্দায় অভিষেক ঘটছে বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীর। তবে ছবির ৯০ শতাংশ শুধুই ভাইজান। তাই যার অপেক্ষায় দিন গুনছিলেন সালমান অনুরাগীরা, সেই অপেক্ষার অবসান ঘটতে আর মাত্র কয়েকদিন।
ট্রেইলারে নায়িকা পূজা হেগড়ে নাম জানতে চাইলে সালমান খান বলে দেন, তার কোনো নাম নেই, সবাই ডাকে ভাইজান বলে। সেখানে দুই লুকে হাজির হয়েছেন সালমান। একটিতে লম্বা চুল দাড়ি, দ্বিতীয়টি হল ক্লিন শেভ আর ছোট করে ছাঁটা চুল।মুম্বাইয়ে একটি মাল্টিপ্লেক্সে সিনেমার ট্রেইলারের স্ট্রিনিং হয় সোমবার। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমা মুক্তি পাচ্ছে ২১ এপ্রিল। এরই মধ্যে সিনেমার ‘নাইয়ো লগদা’, ‘বিল্লি বিল্লি’, ‘বথুকাম্মা’ এবং ‘ইয়েনটাম্মা’ শিরোনামের চারটি গান ইউটিউবে এসেছে।